যখন কুয়াশা" ঘাসের দেহে
সতেজতার জন্ম দেয়,
ঠিক তেমনি তোমার, ভালোবাসা"
আমার আত্মা" সতেজ করে দেয়।
যদি কোন কারনবশত,
তোমার ভালোবাসা" আমার আত্মায়
না পৌছায়, তাহলে এতটা রক্তক্ষরণ হবে যে,
আমি বিলীন হয়ে যাবো।
হয়ত, ততক্ষণে আমি আর নেই.....
হারিয়ে গেছি, আমার দেওয়া,
তোমার ঐ কালো শাড়িতে।
অন্ধকারে আর কালোতে হারিয়ে গেছি,
কোন উজ্জ্বল আলো আর আমায়
আলোকিত করতে পারবে নাহ।
হয়ত, তোমার ভালোবাসা"
আমায় ফিরিয়ে আনতে পারবে।
এই আগমনি শীতের শীতল বাতাসে,
চোখে চোখ আর আত্মায় আত্মা রেখে
কথা দাও, আমায় তুমি ফিরিয়ে,
আনবে তোমার ভালোবাসা" দিয়ে।
সংক্ষিপ্ত..