আমি কবি মানুষ, শব্দ বাক্য নিয়ে গড়ি,
অদ্ভুত কারুকার্য যার নাম কবিতা বা অন্যকিছু..
যদি বিজয়ে থাকে বিচ্ছেদের গন্ধ,
আত্মার দুয়ার কেন কর তালাবন্ধ?
আমি জন্মানোর কয়েকযুগ পুর্বের পাঠ্য,
জন্মেছিলেন খোকা, রচনা করেন ইতিহাস,
কারাগার যাপন, আন্দোলন
স্বাধীনতা নামক অমর মহাকাব্য।
বিজয় চূড়ান্ত, পাষাণদের নির্মম পরিকল্পনাও,
অদ্ভুত এই দিনে বিজয় ছিল নিকটে,
কেই বা জানত বঙ্গবন্ধুর মৃত্যু সন্নিকটে।
আজ বিজয়ে বিচ্ছেদের পোড়া গন্ধ,
কত আত্মা পুড়বে বিজয়ে,
কেন কর আত্মার দুয়ারে তালাবন্ধ?
এই যে ভাইয়েরা!!
তাই বলে আত্মার দুয়ার খুলে দিও না!
বিচ্ছেদ ভয়ংকর, ভালোবাসা হারাইয়ো না।
বিচ্ছেদের তীব্রতা চোখ খুজে,
আত্মাও বুঝে, শরীর সাজে অসুস্থতায়।
শরীরের অসুস্থতা লুকাই হাসির ভাজে,
আত্মায় চোখের পাণি মেঘ হয়ে সাজে।
স্বরণ করছি শ্রদ্ধাভরে বঙ্গবন্ধু,
সকল নেতাসহ সমস্ত সৈনিক কে,
যাদের সহিত বিচ্ছেদে আমরা,
পেয়েছি চুড়ান্ত বিজয় শুভ স্বাধীনতা।
সবাইকে বিজয়ের শুভেচ্ছা 💐🖤