জারুলগাছে রক্তজবা বর্ষার
মেঘে ছাপ রেখে'
মায়াবাবুই পথ চিনে না,
তুষার ঝড়ে দেয় রুখে।
করুণ চোখে কাতর সুরে চেয়ে থাকে,
নিঃস্ব ঘরে বর্ষার গ্রাস চলতেই থাকে।

মেঘ কি মায়া' দুঃখ বুঝিতে পারে?
বর্ষা কি আর সাজানো সংসার চিনিতে পারে?

যে পথে যায় মায়াবাবুই সে পথে অনেক বাঁধা,
উঁচুনিচু অংশগুলো যেন কেমন অলৌকিক ধাধা
অলৌকিক ধাঁধাগুলোর খানিকটা সামনেই,
সুখচর! মায়াবাবুই স্বপ্ন দেখেছে সেথা দুঃখ নেই

পুর্ণগ্রাস সুর্যগ্রহণ চিনেন আপনারা?
আমাবস্যার চাঁদ, পুরোটাই কালোদেবের দখলে
তোমায় হয়ত অন্যকেউ দেখবে,'
আমার মতন ওমন মায়া চোখ কোথা পাবে?
অঢেল যত্নে তোমার পানে চাহিয়া যে মরে রোজ।


সংক্ষিপ্ত