সিমি" র সংসার

চাঁদ চুইয়ে হাসি ঝরে,
মেঘ জমে বৃষ্টি পড়ে,
থেমে থেমে বালতি ভরে, সিমি"র চালা ঘর,
যেনো নদীর বাঁধা পাড়,
ভাঙ্গে থরেবিথর হায় থরেবিথর।


রোদ উঠলে কয়লা জ্বলে উঠোনজুড়ে,
আগমনী বসন্তে বাজলো গান কোনসুরে?
খবর যে ছড়িয়ে গেলো গ্রামজুড়ে,
১০ মাস ১০ দিন পেট পুড়ে,
আসছে রাজা" কোলজুড়ে,
এদিকে চিন্তায় সিমি"র মন পোড়ে,
ঘর নেই বিছানা নেই"
চালাঘরে" মানিকের না সুখ পোড়ে,
সংশয়ে ক্ষুধা মিটলেও বুক না ভরে।

দিন যে এগিয়ে এলো,
আযানে" রাজার চালা ঘরে ঘুমধামে বরণ হলো,
সবাই বলছে সিমি"র কষ্টের দিন শেষ হলো।

এমন বাপ রাজার, রাজা" কপল পোড়া,
লোকটা ভালো হলো না, সারাটা দিন আফিম খায়, মদও খায় শুনেছি,
এত সুন্দর একটা চাঁদ আসলো ঘরে,
দেখ পরেই আছে এখানে!

সিমি" র কষ্টের দিন তো কেবল শুরু হলো,
বৈরাগী স্বভাবটা আবার মুছে গেলো,
দেখতে দেখতে রাজার বয়স ৬ মাস হলো,
সিমি" সারাদিন পরিশ্রম করে,
রাজা" সদা  মায়ের পাশে,
পালকিতে ঝুলানো ছিলো।

ফাক পেলে মা" আসে
চোখের দিকে তাকালেই রাজা মুচকি হাসে।
রাজার" বাপ বারোমাস বাড়িতে আর না আসে!

চালাঘরে এখন রঙিন বাতি,
রাজা" যে বড্ড পছন্দ করে রঙিন বাতি।
সিমি" এখন প্রতিবাদি মা" বটে-

সংক্ষিপ্ত