তুমি আমাবস্যা দেখছো কি?
করুণ অন্ধাকার মেঘের কালো ভাজে
লুকিয়ে থাকে যেমন চাঁদ"
তেমনি আমার আত্মায়
গাঢ় লাল ভাজে তুমি।
তুমি সাদা খামে যত্নে মোড়ানো
নীল আসমান' দেখেছো কি?
যেমন, আমার কালো চোখের কৃষ্ণ
গহ্বরে তলিয়ে তুমি।
উপযোগের আসক্তি বোঝ কি?
চাতকের যেমন বৃষ্টি,
তেমনি আমার মস্তিষ্কের মৃত্যু তুমি।
তীব্র অভাবে কাতর সুরে চোখের,
আর্তনাদ দেখেছো কি?
তুমি হীনা" আমি চোখের জ্বলে
কি দারুণ সমুদ্র এঁকেছি,
সুযোগ হলে এসে বরণ করে নিয়ো।
তুমি ধ্বংসাত্মক মৃত্যু দেখেছো কি?
আমার কবর জিয়ারত করে যোয়ো,
পাবে গন্ধ, তুমীময় আঘাতে ক্ষত-বিক্ষত
শরীরের রং ' মাংসহীন কঙ্কাল।
সংক্ষিপ্ত