পুরুষ পাখিটিও প্রেমে পড়ে যায়,
           তাঁর প্রতিবেশি স্ত্রী পাখিটির।
                আমি তবুও মানুষ'
          তুমি সাবলীল সুন্দর মায়াবী'
      তোমার প্রেমে না পরিয়া মরার চেয়ে,
তোমার প্রেমে ডুবে মরাতেই রয়েছে অমরতা।

প্রেমিকা'তুমি বিষাদ চারিণী হয়ে খবর নিয়ো না
        প্রেমিকা' এই নিছক অন্ধকারে,
           তুমি আলো জ্বেলো নাহ।
ভাববো আবারো বসন্তের অফুরন্ত রূপ-যৌবন,
      তুমি প্রেমিকা' তুমি করুণ হয়ো নাহ।
প্রেমিকা' কত শহরের কাব্য তোমাতে হার মানে,
   কত কবির' তুমি হয়েছো প্রেয়ময় রচনা,
      ছবিটা তোমার সেই করুণ ছবিটা'
    বুক পকেটের ভাজে আজও সেই ছবিটা
  প্রেমিকা' তুমি আবার আত্মায় রক্ত ক্ষরণের,
                  কারণ হয়ো নাহ।

              আমি কবি হই কাব্য গড়ি,
              তোমায় যত্ন করবো বলে..
                 তুমি হাসলে হাসে
             বিষাদের আসমান শত শত।
      কনকনে হিমশীতল তুন্দ্রা বিলের গহীনে,
                         আকাশ'
          যে আকাশ তোমার,আকাশ নীলা,
                  আমি চাতক প্রহরী।
                           মেঘ'
           ভেলায় ভেলায় ভেসে গন্তব্যে,
                           বৃষ্টি'
              ফোটায় ফোটায় জমছে,
         তোমায় ছুতে আলপনা আঁকছে।

    প্রেমিকা' তুমি স্বপ্নে এসে রাঙিয়ে যেয়ো না,
   তুমি আসিলে আমি আবারো মরিবো প্রেমে।
সংক্ষিপ্ত..