তুমি নাকি নীল আসমান ভালোবাসো,
অথচ তোমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে,
দেয়াল আর বিষাদের গন্ধে মাখা কালো ছাদ!

     তুমি বলো তোমার ফুল ভালো লাগে,
    অথচ তোমার নিকটে ফুলেরা অসহায়,
   ফুলের বাগান তোমার জন্য ঝরা পালক।

   তুমি আরও বলো, আমি পাখি পছন্দ করি,
     আমি দেখেছি পাখিরা তোমার উঠানে,
          উঠলে তুমি ছড়িয়ে দাও বিষ।

তুৃমি বলো আমার বিশুদ্ধ বাতাস ভালো লাগে,
  অথচ তোমার ঘরের জানালা বন্ধ ১২ মাস।

       তুমি বলো তুমি গাছ ভালোবাসো,
   তোমার চারিপাশ দেখতে কালো বর্ণহীন,
          সবুজের কোন অস্তিত্ব নেই।

      আমি সবচেয়ে বেশি ভয় পাই তখন,
  যখন তুমি বলো, তুমি আমায় ভালোবাসো।

সংক্ষিপ্ত..