সেদিন দেখেছিলাম তারে
কোন এক শ্রাবনে,
কোন এক কারন বশত তার চরন
ছুয়েছিল আমার চরনে।
তরুর মত সুশৃঙ্খল তার চরন,
পরনে জ্বলন্ত নুপুর অপরুপ,
তার পায়ের গড়ন।
চলন তার এমন যেমন হরিণী,
দেখতে তেমন যেন কোন,
এক রুপকথার মায়াবীনি।
সমুদ্রের উত্তাল ঢেউয়ের
মত তার কোমর,
আমি নাবিক জাহাজ আটকাবো
কেমনে দিশা সহ অচিরেই হারিয়ে
ফেলি নোঙর।