মসৃণ শরীরে ওম টুকু বাঁচিয়ে তোলে জীবন,
ঠিক সমুদ্রের পাড়ে যেমন জমে লবণ।
আকাশের' সমস্ত পাখিদের নীড় সেথায়,
রচিত হয় সৃতির সংসার নানান রঙের ব্যাথায়।
কাকেরা সমাবেশ করে মৃত্যুর'
বাজায় করুণ স্বর বসন্ত ঋতুর।
দোয়েল বসে যে গাছে,
সেথায় পবিত্রতা আছে।
অন্যপশুরা সভা সাজায় চালায় বিচারকার্য,
সেথায় সিংহরাজ বিরাচক সাজে।
বাঘ ছুটছে হরীণের পেছন পেছন,
এক ছোবলেই ছবি।
মস্ত কবি পাহাড়ের মতন সেই শরীর নিয়ে,
সুর মিলিয়ে চলে' দেখে রক্তাক্ত রবি।
অতিথি পাখিরা আসে নিয়ম করে'
দেশভ্রমণে অভিঙ্গতা/সুখও সঞ্চয় করে।
সেথায় আরও করুণ ছাপ রেখে যায়,
বির্জনে সব ঋতুরাই সাজে।
আমি বলছি সেই সবুজের কথা'
দুর হতে পৃথিবীর রঙ সবুজ'
বলছি সেই করুণ জঙ্গলওবনের কথা।
সেথায় অন্বেষণ তৈরি হয়,
বেঁচে থাকার জন্য অক্সিজেন তৈরি হয়,
গাছেরা বীলিয়ে দেয় জনপ্রতি ভাগ করে দেয়।
অতঃপর আমরা মানুষরা সাবলম্বি হতে'
অচিরেই অর্জন করি সম্বলহীনতা।
আমরা মানুষরা এমন কেনো?
কেনো এমন??