সত্যটুকু কি জানো?
তোমার নেশা' কাটিয়ে তোলার জন্য
আমি মদ পান করি,
ভাবি! এই নেশাতেই' তোমার নেশা কেটে যাবে,
কিন্তু মাতাল হয়েও খেয়ালে তুমি' ভাবনায় তুমি।
আমি জুয়াও খেলি ভাবি তাসের রঙিন স্টাম্প'
আমায় তোমার নেশা ভুলিয়ে দিবে'
কিন্তু' রানীর স্টাম্প গুলো' তোমার কথা মনে' করিয়ে দেয়! আমার রানীর কথা'।
অতঃপর আমি রঙিন নাচের আড্ডায় যাই'
ভাবলাম' সুন্দরীদের নাচ দেখে হয়ত ভুলব।
পারি নাই! সোথায় আমি বিভোর হয়ে'
আমার কল্পনার শহরে' তোমায় নিয়ে রোমাঞ্চকর
বল নৃত্য' তে মেতে উঠি!
তোমার নেশা' কাটিয়ে তোলা'
বড্ড কঠিনতর আরও কঠিনতর।
চোখ বুঝে' না চোখ খুলে?
তোমায় ভুলতে গেলে ব্যাথায়
মগজ যায় চিড়ে!
সরলতা একেবারে বুকের উপর তীব্র ঝড়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে কতশত চুক্তিহীন
বাঁধনে লাল ভালোবাসা।
আপনি বুঝেন?
দার্শনিকদের প্রিয়া থাকতে নেই'
তাদের থাকবে কেবল ভাবনা।