শহরের দেয়ালগুলো বিষাদী ইট পাথরে তৈরি'
কারিগর শীর্ষক বৈঠকে,
কাকেদের উপস্থিতিতে
আলোচনা হয়' আত্মা ভাঙ্গা মানুষগুলোর।
যারা চাতক' বৃষ্টির অপেক্ষায় প্রহর কাটায়,
দুঃখের অশ্রু হতে ঝড়া পাণি লুকানো,
আর যারা রহস্যময় হাসির উৎস খুঁজে'
চাঁদ আমাবস্যা ঘন রাতগুলোতে,
একলা বসে নিশ্চুপ নিথর দেহখানি অযত্নে রাখে,
বাহিরের সুর্যটা বড্ড অপছন্দ করলেন তাঁরা,
অন্ধকারের বাসিন্দা তবে আলোর শত্রু নয়,
কোন এক সময় পুর্ণিমা রাতে ভালোবাসার'
শ্লোগান দিয়েছিলো তাঁরা,
আজ অবধি অপেক্ষা করছে এমন কিছুর'
কেবল সেই জন্যই বেঁচে আছে,
কেউ বা অপেক্ষা ডুবিয়ে, বিষাদী সুর মিলিয়ে
গান লিখছে' সেই গান শুনে শ্রোতাগণ,
শিখছে ভালোবাসা, মজেছে প্রেমে,
আমরা কেবল তাঁদেরি নিয়মিত আয়োজক'।