দিন যে হয়ে এলো তারঁ,
আগমনের তারিখ যে এগিয়ে এলো।
মনে পড়ে সেদিনের কথা?
যখন আমরা দুজনি অচেনা ছিলাম,
কেউ কারো আত্মার খবর জানতাম না,
ছিলো না কোন মিল সব অমিল।
মনে আছে সেই রেস্তোরাটার কথা?
যেখানে বসে আমরা সময়ে অল্প,
দুজনি জেনেছিলাম বিস্তর সত্য স্বল্প।
মনে আছে কি সেই মুঠোফোনটার কথা?
যেটা ছিল সাক্ষী" সব কথা।
অচেনা থেকে চেনা পথ চলা দীর্ঘ জীবন।
কত রাগ অভিমান এত ভালোবাসা🥰
আজ ২ টা বছর হয়ে গেলো,
আমাদের সম্পর্কের বন্ধন আমৃত্যু,
করার জন্য নতুন অতিথি আসছে!
তুমি কি সুখি আমাকে পেয়ে?
এ জন্ম আর পরের জন্মেও তোমাকে চাই।