অন্বেষণ'

এ যেনো সুখে থাকার মতন উষ্ণতা'
সে থাকলে হয়ত, জীবন সুন্দর হতো!
যেথায় রং নেই সেথায় সময় ফিকে'
কুয়াশায় মিলিয়ে দীর্ঘশ্বাস বিষে,
রক্তগরম প্রতিশোধের আগুনে লাল পুড়ে।

যেথায় সম্মান নেই সেথায় অন্বেষণ মিথ্যে,
গোপনীয়তা ভালোবাসা' আগলে রাখে।
মিথ্যে অজুহাতে রক্তাক্ত অনুভূতিরা সব,
ভালোবাসায় নগ্নতা, অনুভূতিরা ধর্ষিত।

চাহনী' তাঁর আকাশ' জমিয়ে মেঘ করে,
হাসি' তাঁর উত্তম পরিকল্পনা আঁকে,
চুল' তাঁর আমাবস্যা ঘন কালো, বিদীষা,
যেনো সবুজবীথি' পুর্ণতা।
চলন' তাঁর অপ্সরা রাধারায়ের মতন,
চোখের' কথা বল্লে সেথায় দেখা মেলে ভোরের শান্ত সমুদ্রের, এক অলৌকিক রুপ!
আমার আত্মায় সুনামি হয়
লাল রক্তক্ষরণ হয়।

তবুও যেথায় রং নেই  সেথায়
মেঘ জমে না, সমুদ্র শান্ত হয় না, বৃষ্টি নামে না
হিমালয়ের বরফ বৃষ্টিতে
ডুবে যায় আত্মা মস্তিষ্ক,
পথ চলতে আলো দরকার হয়,
রং দরকার হয়।
যেথায় রং নেই' সেথায় অনুভূতিরা নিঃস্ব,
মৃত্যুপুরীতে' আত্মা বাঁচে,
রংহীন সব শহরে' সত্য রংয়ের উপস্থিতিতে
শহরের সমস্ত প্রেমিকগণ হাঁসে।