"রঙিন রাধা"
  এমটিআইটি

চকচকে নিখুঁত প্রাণশক্তির খোঁজ,
তাঁর শরীর নামক, দুর্লভ সম্পদ!
তুমি রাধা রঙিন রাধা আমি কৃষ্ণ ভুল!
তোমার শরীর অমৃত ধারা
চেয়ে থাকে, কত চাতক কুল।

সে শরীরের গড়ন চলন অলৌকিক
সে হাটিলে গগন হইতে মুক্ত ঝরে,
তাঁর চাহনিতে মাদকাসক্ত তরুণেরা।

আমি প্রখর রোদে তীব্র সুর্য,
তেমায় ছুতে আমার গড়া অঢেল ধৈর্য।
তোমায় স্পর্শ করা আমার স্বপ্ন,
তোমার কপলে আঁকব চুমু, কপাল যে রত্ন।

চুল তার সে কালের ঘন বর্ষার মেঘ
চোখ তাঁর সমুদ্র অতল, এক চাহনীতে
ধ্বংস ভুমিকম্পের গড়া শুভ বেগ।
নাক তার স্নেহমহী জাগে যেমন চর"
ইহা স্পর্শে শস্যশ্যামল আমি বিভো' র।

ঠোঁট আমায় জ্বালা দেয়, সে পিপাসা
মারাত্মক পানি পানের চেয়েও ভয়ংকর!
আমি দুর হতে তাঁর ঠোঁট' দেখেছি,
কাতর সুরে করুণ সুরে চেয়ে থেকেছি।
তাঁর ঠোঁট কমলবন তছনছ করেছে!

তাঁর কোমর হিমালয় কন্যা
নাভিকমল গীতি পূর্বকথনঃ।

আহা! তুমি সে কত্তো প্রাভাবশালী সম্পদে,
আমায় দান করো তোমার শরীর ও আত্মা।
তুমি রাধা রঙিন রাধা, আমি কৃষ্ণ ভুল!

সংক্ষিপ্ত..