রহস্য উন্মোচন'

ইহজগতে মানুষের অস্তিত্বের চেয়ে,
মগজের পরিধি ব্যাপক হতেই হয়।
মানুষ কেবল জগৎ শুন্য দশমিক
ব্যাতিত কিছুই নয়।
মানুষ দুঃখ পেলে আকাশে চেয়ে থাকে,
অথচ যারা সবার সেরা দুঃখি মানুষ'
তাদের পানে একবারো চাহে নাহ।
করুণ সত্য, আপনায় মানতেই হবে!
আকাশ দেখলেই সুখ মিলবে?
মিলবে সুখ পরিশ্রমে তুলনাহীন সহযোগিতায়,
রক্তের সম্পর্কই কেবল মাত্র সত্য নয়,
আত্মার সাথে আত্মার সম্পর্কও সত্য হয়।
নির্জনে কাঁদতে পারার সুখের চেয়ে,
সাহায্যের পরের সুখ অনেক দামী।

ইহজগতের মানুষ নিজ সার্থেই বিশেষ,
পর মানুষের সার্থে তাঁরা হয়ত নিঃশেষ।
আমি চলি সে পথে যে পথে যায় অভাবী'
আমি সেথায় অন্বেষণ তৈরি হতে দেখি,
দেখি তাঁরা চায় এক মুঠো খেতে,
কনকনে শীতে একটা চাঁদর।
মাথা গুজতে পারার একট নীড়,
সেথায় কেবল একজনের হাহাকার নয়,
অভাবীদের ভীড়ে দরিদ্ররা তলিয়ে যায়।
আমি লজ্জিত হই' ফিরে আসি-
মানুষ' নিজ সার্থের নৌকায় ভাসে স্বামি সন্তান বিবি
পর মানুষের সার্থে এগিয়ে আসলেই
সুখময় নৌকা যায় ডুবি।