অন্যগ্রহ-০১
আঙুলে আঙুল ছুঁয়ে দিলেই স্বপ্ন আসে
গল্প ভাঁসে চোখের কোণায়,
অন্যগ্রহের বাসিন্দা হলেই স্বর্গে ইন্দ্র হাসে।
জীবনের দাম কমলো নাকি যন্ত্রণা বেশি?

প্রেমের দামে কিনে মানুষ নিঠুর অভিশাপ,
আচ্ছা, বৈরাগী ভালোবাসা কি হারিয়ে যায়?
ভালোবাসা হারায় না শরীর বদলায়,
অনুভূতি সব একই থাকে মানুষ বদলায়।
ভালবাসলে কি ক্ষতিগ্রস্ত
হওয়ার আশঙ্কা থাকে?
থাকেই তো, অন্যগ্রহের বাসিন্দা হলেই ক্ষতি!

সিমি"
মানুষ আত্মহত্যা কেনো করে?
হয়ত তাদের জীবনের চেয়ে
যন্ত্রণার দাম অঢেল।
এত যন্ত্রণা কেনো? ভালোবাসায় কি এতটা
যন্ত্রণা থাকে? থাকেই তো!
হাসলেই নাকি যন্ত্রণা কমে যায়,
আসলেই কি কমে যায়, নাকি
যন্ত্রণার সমুদ্রে কষ্টরা সঞ্চয় হয়?
আমার কথা শুনে সে" ও হাসলো,"
হেসে উড়িয়ে দিলো, মিশে গেলো
কুয়াশার গহীনে আরো গহীনে।

সংক্ষিপ্ত