গিয়েছিলাম সেদিন,
এক রাস্তা দিয়ে
সহজ সরল পথ,
ফিরে এসেই করেছি শপথ,
সে পথে যাবো না আর,
অতিভয়ংকর বিপদ।
ফিরে এসে বসলাম চায়ের
দোকানে সুন্দর চা,
বানায় দোকানদার মামা,
তাকে বল্লাম সে" পথের কথা,
বল্লো ফিরে এসেছো
ভালো করেছো।
আমি খোজ দেই,
এক অন্য পথের!
সে পথটা নয় সহজ সরল,
কষ্ট হবে বড্ড
তবে খুবি বিরল।
গেলাম সে পথে,
বিশ্বাস করেন শুভ কাজে
পুর্ন সে পথ,
করলাম শপথ হবে
না আর বিপদ।
এ" পথে কটুবাক্য,
সমালোচনা ব্যাপক তবে,
নিতান্তই শুভ পথ।
দিনশেষে যখন কসতে হিসাব,
মনে হয় সব করেছি,
হালাল নেই কোন বেহিসাব।
পরিশ্রম করিলে হালাল,
উন্নতি কখনোই করে,
না আড়াল।

সংক্ষিপ্ত..