সে যেদিন জন্ম গ্রহন করেছিলো,
হয়ত সেদিন বসন্তের আগমন হয়েছিলো,
নয়ত তাঁর পুর্নতা এত সহজ কিভাবে?
সেদিনের সেই যত্নে বাঁচা তরু সিমি"
আজও যত্নে বাঁচছে।
পরিবারের সকলের সাথে বেড়ে ওঠা তাঁর,
অবাক চাহনী, এক সমুদ্র মায়ামুখ তার।
বাবার আদরের পরী ছিল সিমি"
আম্মার এক পৃথিবী সে"
বোনেদের সাবলীল সাহস প্রতিবাদ সিমি"
কাছের মানুষজন বদলায় নি,
বড় গেছে সেই ছোট্ট সিমি"।
তবে বাবার হাত ছুটে গেছে তাঁর থেকে,
সৃষ্টিকর্তার পছন্দের মানুষ হয়ে গেছেন তিনি,
দুর থেকে, বাবার অদৃশ্য হাত রয়ে গেছে,
সিমি" সহ ৩ প্রতিবাদি সুহাসিনী কন্যার
মাথার উপরে দোয়ার আসমান হয়ে।
সিমি" আজ ভালোমন্দ বুঝতে শিখে গেছে,
সে" ভালোবাসতে জানে,
তীব্র বেদনা অনুভব করতে জানে,
দুঃখ রেখেও মুখে অঢেল হাসি রাখতে জানে।
সিমির আত্মাটা বড্ড নিষ্পাপ আসলে,
তাঁর হাসিতে আমি যাই সব ভুলে।
অপরুপ গড়নে সজ্জিত এক কারুকার্য,
মায়ায় পড়ে গিয়ে তারে
না পেলে মৃত্যু অনিবার্য।
আমি এমটিআইটি ভাবি সময় পেলেই
কেন তারে ভালোবাসলাম আমি?
নেশা কাটিয়ে উঠা যায়,
তবে তোমাকে ভুলে থাকা যায় না,
মৃত্যুকে অচিরেই ভুলে থাকা যায়।
আমি নির্বাক নির্বোধ এবং ক্লান্ত অসহায়!
তবে এসবের ভীড়ে তার আত্মায় কিছুটা
ভালোবাসার ঘাটতি আর দাগ রয়ে গেছে
কোন এক মানুষ নামক সাবলীল সত্যকে,
সে" নিজের আত্মায় জড়িয়েছিলো তাই।
হয়ত নির্মম পশু টা নাই তবে তার প্রতারণা
সাবলীল সিমিকে" কিছুটা দমিয়ে দিয়েছে।
আমি নামক এক সাধারন অস্তিত্ব তাঁর
তাঁর জীবনে ভালোবাসা ফিরিয়ে
আনতেও ব্যার্থ আজ।
আমার অস্তিত্ব আমার কবিতা,
সমস্ত দিয়ে আমি আমার ভালোবাসা
প্রকাশের তীব্র প্রচেষ্টা করছি,
সফল না হলেও দুঃখ নেই!
আমার হয়ত অক্ষর ছাড়া আর কেউ নেই।
তোমাকে যে চেয়েছে ভুলে একদিন
সে ই জানে তোমাকে ভোলা কতটা কঠিন।
সংক্ষিপ্ত....