১ম অংশ
আজ হয়ত ১লা শরৎ নয়,
তবে আজ এক আসমান রঙিন ব্যথা।
চাতকের মত বৃষ্টির অপেক্ষায়,
আমার এ আত্মায় তোমার
রঙিন ভালোবাসার অপেক্ষা।
দুর থেকে তাকাই যখন
তোমার মুখ" ঝাপসা
রং মেলাতে কাছে আসি যখন
রঙিন বিষাক্ত তুমি তীব্র মনসা।
ভেবো না, কাঁদছি অঝোরে..
আত্মার ব্যথা" প্রচণ্ড..
রক্ত ক্ষরণে জমিন ভিজছে!
মনে হয় আত্মা মরছে ধীরে ধীরে..
কেউ একজন, আঘাত করছে তীব্র,
অল্প ভাবলাম,
উত্তর আসলো, তোমার সাথে"
কথোপকথন" এর তীব্র উপযোগ
আমার আত্মার ক্ষরণে দায়ী।
সংক্ষিপ্ত