প্রেম যদি চাও আমি অবাধ্য,
আমায় যদি চাও আমি অবাধ্য,

মেঘ যদি চাও, আমি ইচ্ছের দেবতা...
আকাশে যদি উড়তে চাও, আমি পাখি!
চলো আজ সিমান্ত পেরিয়ে এক নতুন দিশায়।

ভালোবাসা যদি চাও,
আমি নিষিদ্ধ নিষ্ঠুর অমানবিক,
মায়া যদি ছড়াতে বলো, আমি বন্দী কয়েদি।

তবে পাশে যদি চাও আমায়,
আমি পরম সত্য ছায়া তোমায় ঘিরে।

ভালোবাসাময় পৃথিবীতে আমি,
এক ভয়ংকর অভিশাপে জড়ানো,
লাল" ছড়াতে,আমি নরম ধাতুর
মরীচিকাময় শিকলে মোড়ানো।

সংক্ষিপ্ত