সে ফুলের মত'
বড্ড বেশি অভিমানী '
একটু মন খারাপেই ঝরে যেতে চায়,
আমি আদরে যত্নে তারে আগলে রাখি'
সে উড়ে যেতে চায়,
আমি একটি অমর সুতো দিয়ে তারে বেধে রাখি।
বহুবার, নিখোঁজ হতে চেয়েছে,
দিনশেষে আমার নীড় তাঁর শেষ আশ্রয়স্থল'।
সে বৃষ্টির' মত,
হঠাৎ নামে রিক্ততা মুছে দিয়ে,
আবার শুন্যতা জমিয়ে যায়।
বেদনা সিক্ত অবাধ্য সে'
উড়ে বেড়ায় ছুটে বেড়ায় ৭ আসমানে'!
আমি নিকটে গেলেই নুইয়ে পড়ে,
আমাতে ভর করে তাঁর করুণ আত্মা।
এ পথে রিক্ততা আর আর বিষাদের গন্ধ পেলাম,
তাঁরা আর নক্ষত্রের মাঝে,
কালো গহ্বরে তলিয়ে গেলাম।
আমি হাত ছুয়ে যতবার তাঁরে আপনাতে গেলাম,
কুয়াশার মত মলিন ধ্বংসাত্মক মিথ্যে পেলাম।
বহুকাল পরেও তাঁর মোহে আসক্ত হৃদয়'
ক্ষত-বিক্ষত মস্তিষ্কে' সৃতিচারণ,
বেমানান সময়, সুরহীন সারহীন শরীর,
জগত শুন্য অস্তিত্ব, এর
সবটুকু ভালোবাসা ছড়ায়, হিমোগ্লোবিন ছড়ায়,
দর্পণে দর্শনে তাঁর সৃতি এসে দাড়ায়।
অতঃপর আবার সেই সাধারন চোখে,
অঢেল সমুদ্র মায়া,
মুছে গেলো সব রিক্ততা,
মনে হয় যেন সুর খুঁজে পেলো মন।
সেই মনে আজ লাগলো আবির,
জগত শুন্য পুরুষ, এ পথের প্রেমীক বীর।
রক্তের রঙ যদি লাল হয়,
ভালোবাসার রঙ এর থেকেও গাঢ়,
আর গাঢ় রঙ করুণ ছাপ এঁকে দেয়,
মানুষের মগজে আর আত্মায়।
সংক্ষিপ্ত...