আমাবস্যা ঘন কালো চুল তোমার,
কানেতে রেখেছো পাতাল পুরীর কারুকার্য,
গড়নে রোদচশমা দ্বারা চোখের জল লুকিয়েছো,
তুমি সহজ নও তুমি মেঘকন্য,
সহজে আড়াল করো কাকভোর,
মৃদু মন্দ হাসিতে ভ্যাপসা বিষাদ।

কাজলে ডুবেছি কালো তে ডুবেছি,
অমৃতের মত চোখ তোমার'
দুচোখের মাঝে কপলের ঠিক নিচে,
একটা লাল টিপ বসিয়ে দিলে,
সেথা সাজে পরিপুর্ণ প্রকৃতি স্বরুপ।

আসলে চোখ যার অতীত দেখায়নি কখনো,
তাঁরা একটু ভাগ্যবান বটে,
চোখের কোণায় আর্তনাদ যারা লুকায়,
তাদের আমি মেঘকন্যা বলি'
এত পাণি তারা লুকায় সেথায়,
বর্ষণে যেন সমুদ্র জমে আবার।