পরিবেশকে যেমন গিলে খাচ্ছে দূষণ'
তোমার চিন্তা গিলে খাচ্ছে আমায়।
এতটা এলোমেলো তুমি,
নিজেকে সামলাবে কেমনে?
আকাশের মেঘগুলো যেমন গিলে খাচ্ছে কুয়াশা,
তোমার সব সৃতিগুলো' স্নায়ুযুদ্ধ চালাচ্ছে মস্তিষ্কে।
মনে কি পড়ে' সেই বিকেলগুলো?
ভালোবাসাটুকু' ছেড়ে যাওয়ায় জমা বিষাদটুকু,
খুব শিগরই হৃৎপিণ্ডে সাইক্লোন সৃষ্টি করবে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণের প্রেম কাথায়'
ইতিহাস রটলোই বুঝি ক্যাম্পাসে।
ব্লাকমেইল' করে ভালোবাসা পাওয়া গেলে'
দলিলে, তোমায় আমার করে নিতাম জানো!
চাঁদলক্ষি' আমি কা-পুরুষ নই।
মৃত্যু' অনিবার্য তবে আমার পরিবার তাকিয়ে'
তাঁদের কে ঠকানোর অধিকার আমার নেই।
আমি মনে রাখবো' তোমার মায়াজাল',
ঐ মায়াজাল।