রক্তক্ষরণে ডুবিলাম এ পথে আসিয়া,
যে পথে ডুবে মানুষ প্রেম নাবিক হইয়া।
হিমালয়ে উড়ে বরফ হাসিয়া,
আমি উড়ি তোমার প্রেমে মজিয়া।

সেদিন রাতে দেখিনু মেয়েটি কাঁদে চোখ ভরিয়া,
প্রেমিকের কথায় মজিয়া বিশ্বাস আঁকিয়া,
আসিনু স্টেশনে সব ছাড়িয়া,
মুখে সংশয় ভরিয়া বসিলাম দীর্ঘশ্বাস ফেলিয়া,
অনেকক্ষণ অপেক্ষার পর, ট্রেন গেলো চলিয়া,
মেয়েটির কান্নায় যায় মাটি ভিজিয়া।
প্রিয়ে, আমি তো তবুও থেকে গেছি তোমার পাশে, বারোমাস চাতক সাজিয়া।

জানো, লক্ষ করিনু শুক্রবার,
পার্কে ঝোপের পাশে এক যুগল বসিয়া,
অঙ্গভঙ্গিতে বুঝিনু ভালোবাসা নহে"
তারা আছে নগ্নতায় মজিয়া,
মুলত গ্রীষ্মকাল' মেয়েটি ভদ্র ঘরের,
ছেলেটির বেশ ভুষা দেখিয়া মনে হইলো,
সে আসিয়াছে প্রতারক সাজিয়া।

প্রিয়ে, আমি তো তবুও তোমায় স্পর্শ করি নি,
তোমার নরম শরীরে শরীর রাখি নি,
তোমার মোলায়েম হাতে হাত রাখি নি,
তোমায় অযুহাতে নগ্নতায় ডোবাতে চাই নি,

প্রিয়ে, আমি তো শুধু চেয়েছি তোমার এলোমেলো চুলের ভাঁজ ঠিক করতে,
কপলে একটা টিপ বসিয়ে দিতে,
হিমালয়ের মতন ওমন যত্নে গড়া খোঁপায়
কেবল একটা কাঠ গোলাপ বসিয়ে দিতে,
পরন্ত বিকেল পাশাপাশি একসাথে হাঁটতে,
এতেই তোমার এক সমুদ্র অভিযোগ!

সংক্ষিপ্ত