বাকি অংশ'

মনের রাজা আনন্দ আকাশে পাখির সমাবেশ'
যেথায় জমে বৃষ্টির পাণি মানুষ সেথায় শেষ।
রথে চড়ে শহর বাসি, আয়নায় ছাপে কেশ,
কবর জুড়ে আদর ছড়ায় রমণীরা চড়ায় মেষ।
সেই পথে ছিলো এক করুণ শাসক,
চেয়ে থাকে বৃষ্টির পাণে মৃত চাতক।
পথের পাশে রঙ পুকুরে আনন্দ মেলা,
জলের তলে পাতাল পুড়ি, পুতুল পুতুল খেলা।
কালো রঙের মাদক পাণে রঙিন বাতি জ্বলছে,
সুখভরা শুক্রবারে জুম্মার নামাজ পড়ছে।
সৈনিক ভিষণ একলা চলে সঙ্গে কেহ নাই,
অবেলায় মরে গেলে বৃথা যাবে ছাই।
পথ ফুরোলে রঙ ফুরোবে আসবে শাসক ধেয়ে,
শেষের আমল দেখবে না আর, রক্ত পড়ে চুইয়ে।
আকাশ,পাতাল, ইহলোকে নেই কিছু নেই আর,
যা দেখছো যা করছো ভোগ, সবই স্রষ্টার।
বাঁকা চোখে চেয়ে আছে পরিশ্রম করছে বেশ,
ধ্বংস সেথায় মরীচিকা, সাজায় মাথার কেশ।
করুণ তাপে গলছে লোহা, গলছে পাথর বেশ,
লোভের ফাঁদে আগুন জলে আত্মা পুড়ে শেষমেশ।
দিনফুরালে জীবন ফুরায় অমর কোথায় কে?
মানুষ অমর শুভ কর্মে, সেথায় অটুট থাকে কে?
আমি বাঁচি মানুষ বাঁচে, মরতে চায় কে?
ভালোবাসলে ভালোবাসে আমৃত্যু পাশে থাকে কে?
সেদিন আসে, মানুষ আসে জনে জনে
বিপদে আসলেই মানুষ হাসে বিষাদী তানে।
সবাই চায় আমিও চাই আসুক এমন সে'
আমার জগত' আত্মা মগজে করবে শাসন'
অমর শাসক সে'।