যদি কখনো আমায় ছেড়ে যাও
তবে ভেবে নিয়ো এ জগতে আমি
এক আসমান অভিমান নিয়ে
তোমায় ডাকবো মনে মনে।

আমার আর্তনাদ চোখের পাণিতে
সাজবে করুণ ছাপ স্পষ্ট ঠিকানা
এমন নয় যে অভিশাপে আঁকবো
তোমার আদর মাখা মুখ!  না,.

আমি আবার ভালোবাসবো
তুমিও আবার প্রেমে পড়বে,
তবে কোন এক সমুদ্র পাড়ে
শেষ বিকেলে মনে পরবে,
পরস্পরের কথা, সৃতি ভেসে উঠবে
চোখের কোণায় জল উঠে আসবে।

আমরা চাইলেই আজও
পরস্পরে বেঁচে থাকতে পারতাম
তবে, আবার ভালোবাসার পরে সুখে
থাকাই ইহজগতে চমৎকার বিষয়।

যার চোখে সমাধি রয়েছে প্রেমের
সে তো সেই কবেই ছাই হয়ে গেছে,
যার হাসিতে বিরাজ করে বিষাদ
সে কি কাঁদতে ভয় পায়?

সহজ পথে বাকা রোদ যখন
পড়ে দেহে, তখনি জ্বলে উঠে ব্যাথা
তবে বোঝা যায় নাহ, ব্যাথার প্রখরতা
কেননা সুর্যের তাপ আর মিশে যায় দেহে।

আমি তোমায় বলেছিলাম
আমি থাকব আমৃত্যু
তোমায় ঘিরে থাকার মধ্যে
এক অদ্ভুত সুখ বিরাজ করে আত্মায়।

আর অনুপস্থিতে জ্বলে দেহ মন
কাদে চোখ ক্লান্ত হয় শরীর
থেমে থেমে কাতরায়ে অসুস্থতা এক আসমান।

সহজ সরল দুনিয়াতে ভালোবাসলাম
ভুল মানুষের মায়াতে আসক্ত হলাম
আর কাঁদব না তাই কি হয়?

আবার ভালোবাসিয়ো তবে একটা কথা
চোখ কান খোলা রেখো,
সে আমার মত খাটি কাঁচা সোনা তো?

সংক্ষিপ্ত