বহু সময় পার করে আজ শেষের পথে,
তুমি কি জগৎ শূন্য দশমিক শতাংশ?
নিজের উপাদান উপার্জন যা পেয়েছ,
দুঃখবিলাসীতার সময় নয় সুখ,
জীবন যাপনে নতুনতর তাৎপর্যে,
এ জগত সংসার মহাবিশাল গোলকধাঁধা,
সময় কষ্টে পার করেছো, যথেষ্ট যা পেয়েছো।
নয়ত বহু প্রাণ নিজেকে বিলিয়ে কেউ ছাই,
কেউ সার কেউ আধমরা দীপশিখা আত্মা,
বিচরণ ইহজগতে, তাদের আর্তনাদে গড়া,
দীর্ঘশ্বাসের তুলনায় ঠুনকো দুঃখ কৌতুকই।
উপার্জন তো আমৃত্যু লিখিত সত্য,
বেঁচে থাকাটাই সবচেয়ে সুখের বিষয়,
অর্জন উপার্জনে নিহিত শুভ সত্য।
আমার এসব গভীর ভাবনা শুনে তুমি ক্লান্ত,
তোমার জন্য কিছু এনেছি আমি...
গোলাপ..! আজ হঠাৎ! কেন?
বছর যে শেষ হতে চলল এখন ১১'৫৯
যা হারিয়েছি সে তো অতীত, যদি কাঁদায়!
তবে তুমি আমি জীবিত তাও একসাথে,
এর থেকে সুখকর অঘটন আর কি হতে পারে।
সবাইকে কে, নতুন বছরের শুভেচ্ছা!💐🖤