সব পেয়ে গেলেই কি চাওয়াগুলোর শেষ হয়?
মানুষরা সুখ খুঁজে, দুঃখগুলো
অতিথি হয়ে আসে কেনো?
গ্রীষ্মের দুপুর গুলোতে বৃষ্টি নামে,
ঘাসের বুকে কুয়াশার অস্তিত্ব সদা স্পষ্ট।
মানুষরা সম্পর্ক শেষ করতে চায় কেনো?
গল্প তৈরি করতে' আত্মার সমস্ত অনুভূতি
বিনিয়োগ করতে হয়, মগজের স্নায়ুকোষগুলোও!
সাধকরা সদা অপ্সরাদেরি পছন্দ করে,
মনসাকে' কেন নয়?

কালকুঠরিতে যাদের বন্দী করে রাখা হয়,
তাঁদের আফসোস টুকু কি হতে পারে?
-মুক্তি' স্বাধীনতা, পরিবার, নাকি পাপের প্রায়শ্চিত্ত।
-বাতাসে ভেসে বেড়াচ্ছে আত্ম-হত্যা করা,
মানুষগুলোর আত্মা, কবরেও তাঁদের ঠাই নেই।
-সেথায় মানুষগুলোকে পুড়ছে আয়োজন করে,
মরার পরেও যন্ত্রণাটুকু কমলো কোথায়!
-প্রাণের উপস্থিতি শরীর টের পেলে,
করুণ আত্মাটুকু শিহরীত হয়।
-ইহজগতের মানুষরা কখনোই,
মানুষদের সুখ দিতে পারে না, নাহ
কেবলমাত্র  শুভ' কাজটুকুই,
হতে পারে সুখের কারণ।