আদুরে হাতে তোমায় স্পর্শ করার সাধ রহিয়াছে,
তুচ্ছ মানবের' সাধ্য কোথায় আর!
এক সাথে আকাশের পানে চাহিয়া,
তোমার ঐ করুণ আঁখিতে মজিয়া,
চাঁদলক্ষি, দুইহাত শক্ত করে ধরিয়া,
মেঘের সাথে পথচলার ইচ্ছে শতাব্দীর।

কত নামে ডাকিবো তোমায়?
সব নাম যে ফিকে, কোন রঙে আঁকিবো তোমায়?
সব রঙ যে তুমিময় বিষাদ, গন্ধহীন, বর্ণহীন
আমি চাঁদের সাথে তোমার তুলনা করি,
হায়.. চাঁদ ও তুচ্ছ!
কোন কবিতায় গড়িবো তোমায়?
সব বাক্য যে তুমিহীনা রুষ্ট।
কোন চোখে চাহিবো তোমার পানে?
তুমিহীনা আমি দৃষ্টিশুন্য অন্ধ।

সংক্ষিপ্ত..