আপনি যখন বুঝে যাবেন
আপনার রহস্যময় জীবনে
কারোর অবস্থান স্থায়ী নয়,

যাকে এক সমুদ্র  ভালবাসলেন"
সে" আপনার সাথে নিয়মিত হাসি
নিয়ে প্রতারনা করছে।

যাকে বিশ্বাস করে নিজের
সবটা তার কাছে অর্পণ করলেন
সে" আপনার বিশ্বাস সস্তা দামে বেচে দিচ্ছে।

যার উপরে ভরসা করে
নিজের শরীর আত্মাকে তুল দিলেন,
সে" তা অর্থের নিকট বেচে দিচ্ছে..

আপনার আত্মায় তিল তিল করে
জমানো অনুভূতি তার কাছে, মুল্যহীন...


এসব পরখ করে দেখার পর,
হয়ত, আপনার নিজেকে
গবুচন্দ্র মনে হতে পারে।

তখন এর থেকে ভয়ংকর "
অনুভূতি আর কিছু হতে পারে না।

সংক্ষিপ্ত...