'বটবৃক্ষ

সহজে মোড়ায়ে রাখি চাঁদের চাঁদরে,
বর্ণহীন কপল করুণ চাহনী রক্তাক্ত শরীরে।
নিথর দেহখানি অযত্নে পড়ে রয়,
পাশের মানুষগুলো অহেতুক নিরুপায়।
তাঁরা সার্থ খুঁজে পাওনা খুঁজে তাঁরা অভিনয় গড়ে,
অতঃপর তুমি' সমস্তটা দিয়ে মাটিতে থুবড়ে পড়ে।
ভালো রাখতে জানে সে, আদরে যত্নে রাখতে জানে,
সার্থ ফুরালে তাঁর ই গিবদ সমাজের কর্ন-কানে।

বছরে ৩৬৫ দিনে অধিকাংশ রাতে সে ঘুমায়নি'
আপনজনের তরে, অগোছালো জীবন, শখ শুন্য
জীবন, অভিযোগহীন জীবন, ক্লান্ত লাল চোখ
ফোস্কা জমানো হাত, পেট শুকিয়ে রাত,
কেবল আপনজনের' তরে।
আমাদের সেই মানুষটার কথা ভাবতে হবে'
তাঁর চাঁদমাখা পরিশ্রমে তাঁরেই সুখে আঁকতে হবে।

সংক্ষিপ্ত...