এ জগতে হায় করে সংশয়
দ্বিধায় উত্তর দিতে মিথ্যে করে জয়,
কেউ সুন্দর পায় নাহ
কেউ পেয়ে অযত্নে হারায়।
সুন্দর' খুব অদ্ভুত বিষন্ন কারুকাজ
জগতের আবরণে সুপ্ত সিংহশক্তি
আত্মা নামে চেনে সৃষ্টি ব্যাপ্তি
যত প্রলয় থামবে না সমাপ্তি।
আমি বলছি সুন্দরের কথা!
আমি বলছি সেই বিষন্ন কারুকাজ
যার সহিত অভিন্ন ভিত্তি মানুষ!
কালো বাক্য চিনেন কি?
বিষাদময় যত বাক্য!
আমি দেখেছি সেই পরম সুন্দর
মানুষভেদে কত প্রতারণাময় হয়ে যায়,
সুন্দর তো সাবলীল সহজ বিষয়
সে' আমায় রোজ ঠকাতো সেই
সুন্দরের অযুহাতে আঁকত
নাটক উপন্যাস গল্পের পাতা।
আমি তো অন্ধের মত বরণ
সুশৃঙ্খলভাবে আর্থিক সাজিয়া
সম্পন্ন হয়েছি রোজ,
আমি তাঁর সুন্দরে' আসক্ত ছিলাম
সে বরণে তৃপ্ত ছিলো নাহ।
আমি বলেছিলাম তোমার মিথ্যে
কারুকাজ যত আমি সত্যে বরণ করিব,
আমার হাতে হাত রেখে এসো এ পথে,
সে' আমায় এড়িয়ে অন্যপথে গেলো হারিয়ে।
আমি অস্তিত্বহীন মানব শুন্য তাপমাত্রায়
পড়ে রহিলাম শুন্য শেকড়ে আটকে।