এ কোথায় এলাম আমি!
চারিদিকটা এত গম্ভীর কেনো?
কেউ একজন বলে উঠলো, সাহেব
এখানে, আত্মা বেচা কেনা হয় তাই..

আমি কিছুটা সামনে এগিয়ে গেলাম...
চোখে পড়ল শরীর গুলো কাঁদছে তীব্র..
পরখ করে দেখলাম,
অনুভূতি" এখানে পানির দামে কেনা যায়..
এখানে" অনুভূতি গুলো মরে রোজ
অনুভূতির" আত্ম-হত্যা!
এখানে নতুন নয়, শতাব্দীর পুরনো
তীব্র ভালোবেসেছিলো" যে আত্মাটা"
এখানে তা মুল্যহীন পণ্যের মত।

অনুভব করলাম,
চারিদিকের পরিবেশ আরও শীতল হচ্ছে,
সবাই বলে উঠছে, দেখো দেখো..
নতুন কিছু আত্মার আগমন হচ্ছে।

সংক্ষিপ্ত