ক্ষাণিক হেসে বেরুলাম পথে
ইচ্ছা ছিলো তীব্র শপথে,
নিয়ত ছিলো, শুভ রথে..
তাঁর সামনে গিয়ে অনুভূতিতে,
যাবো আত্মায় গেথে।
যখন মুখোমুখি, থামবে রথ
আমি আকবো আমার চাহনী মহৎ
আমি রাজা আমার সম্মুখে,
সে" এক অমর অনুভূতির জগৎ!
আপনি কি জানেন?
তাঁর অল্প মুচকি হাসি
আমি বড্ড ভালোবাসি!
সেই হাসি দেখিতেই
আমি দিনশেষে তাঁর
নীড়ে ফিরে আসি।
এ জগৎ আমি ততবার ভুলে গেছি
যতবার তাঁর কোলে আমি মাথা রেখেছি।
ইচ্ছে ছিলো তাঁর হাত ধরে
পথের শেষ অবধি হাঁটবো!
কোথাও বসে গল্প করব
মশকরা করব, ঝগড়া সবশেষে
তাঁর অভিমান ভাঙ্গাবো,
তাঁর এলোমেলো চুল
যত্নে গুছিয়ে দিবো।
সুযোগ হলে তাঁর কপলে একটা
শুভ চুমু আঁকবো!
রাস্তার পাশে বসে ঝালমুড়ি বা ফুচকা
খেয়ে দুপুরের ক্লান্তি মেটাবো।
কফি অথবা চায়ের কাপে তাঁর চুমুক দেখে
অঢেল অনুভূতি সংগ্রহ করে
একটা কবিতা লিখবো
আর বিকেলের ক্লান্তি ভোলাবো।
সুযোগ হলে বিকেলের শেষ বেলার সুর্য দেখে
তাঁর কপলে আর একটা শুভ চুমু একে
আরও কিছুক্ষণ হলে বেশ হত এই আশায়
তাঁরে পৌছে দিয়ে, আমি চড়ব আমার রথে।