একটু খানি রং, যে রং ঘুম কেড়ে নেয় সহজে
যে রংয়ে আমি হারিয়ে যাই গহীনে সুখে
যে রং আমায় করে নির্লজ্জ শোষক শ্রেণি।
একটু খানি রং, যে রং তোমায় চাহিতে তোমাতে
মজিতে আমায় বানায় তীব্র চাতক পাখি,
একটু খানি রং, যে রঙ আমায়
বানায় বেশ্যা লোভি দশানন।
তোমার একটু খানি রং, যে আমায় করে ধ্বংস, বানায় লালসার বাদশা।
যে রং সৃষ্টি করে মোহ শরীরে ও মস্তিষ্কে
সে মায়া কি ভোলা যায়?
তোমার একটু খানি রং, আমায় বানায় ভুল
করে ক্ষত-বিক্ষত।
তোমার একটু খানি রং,
আমায় বানায় বীর পুরুষ সিংহ রায়।
সে রং আমায় পথ ভোলায়ে নিয়ে যায়,
যৌনতার শহরে বানায় যৌন নির্যাতক।
আহা! সে নির্যাতনে আমরা পরস্পর তৃপ্ত।
এ শরীরে রং বড্ড করুণ ছাপ স্পষ্ট
এর ঠিকানা মৈত্রী মোনালি যৌন শহরে প্রবেশ।
তোমার একটু খানি রং আমায় বানায় প্রেমীক,
শতাব্দীর পুরনো ইউসুফ তুষার।
সে রঙে মজিয়া আমি হয়ে যাই শুভ পাপী,
এ রং আমি ভুলিতে পারি না রঙিলা।
তোমার একটু খানি রঙের নেশায় আমি
নিবীত করেছি আমার সবটা,
তোমার সে রঙে আমায় রাঙাও রোজ রঙিলা।