এই যে বৈরাগি তুমি কি আকাশে
আমায় দেখতে পাও?
আমি সহজেই পাহাড়ের বুকে বুকে
তোমায় খুঁজে যাই।
নীল নীল ধুসর জীবনযাত্রা!
তোমার শহরের, উঠনে ভাসে,
চাতকিনী, তুমি কি সেই জীবনযাত্রা
দেখতে পাও"?
কমলবনে ব্যাথারা" হাসে"
বৈরাগি সামান্য ব্যাথা" সেথায় রেখে যাও।
আমার কবিতার শহরে,
কিছু ব্যাক্য আজও তোমায় আঁকতে চায়,
চাতকিনী, মাতাল সুরে আমায় ছেড়ে যাও!
আচ্ছা বৈরাগি, তুমি কি ভালোবাসা বোঝ?
তবে, বারবার কেন হারিয়ে যাও।
রক্তের রঙ কেমন হয় জানো"?
লাল! না, রক্তের রঙ হয় কালো"
লাল রক্তে ব্যাথা জমে না,
তুমিহীনা" রক্ত পচা মস্তিষ্কে
ব্যাথা জমে আত্মায়,
এ ব্যাথার রঙ কালো, রক্তের রঙ কালো।

সংক্ষিপ্ত..