আমি কবি নই, শুন্য তাপমাত্রায় অণুমাত্র'
সেই যোদ্ধা শাসক,
যেথায় লড়ে প্রেমীকগণ, আত্মা রণক্ষেত্র।
ওরা কেউ ভালোবাসেনি আমায়,
বাসেনি করেছে তুচ্ছ'
আমরা সকল প্রেমীগণ একত্রে গুচ্ছ'।
আধারে আলোতে মশাল স্বাধীন আত্মা পরাধীন'
সে চোখ আজ মায়াশুন্য, শাসক কার অধীন?
নিশার স্বপনে শিউলি বকুল বেলী,
জাগিলে পরে মুক্তির' ছায়াও গেলো তলি।
দুর হতে আসে পাগলী প্রিয়া
নিকটে আছে প্রেমীক
হাতটুকু ধরতে গেলেই ব্যাথায় পুড়বে হিয়া।
যা ছিলো মোর সবি দিলাম থরে বিথরে সাজিয়ে,
পাগলী প্রিয়া চলে গেছে, আঁখিদুটি ভিজিয়ে।
সে যেন গড়া মোমের পুতুল,
তাইবুঝি পুতুল পুতুল খেলা!
মহাকাল রুঠিলে, কাঁদতে হবে হবেই সব বেলা।
কালবৈশাখী ঝড়ে পড়ে হেলে' তরু'লতা'
দানব শাসক ক্ষুদ্র প্রিয়া সম্মোহনে ময়না তোঁতা।
এ ঘর মোর ভাঙ্গে ঝড়ে দুমড়ে মুচড়ে পড়ে,
কেঁদো না কেঁদো না তরু'লতা বিষাদ চুঁইয়ে পড়ে।
সংক্ষিপ্ত