তাঁর' রুহের মায়ায় লেপ্টে থাকা রক্ত কণা,
পরশ পাথর রুপালী রঙের এক টুকরা মগজ,
স্নায়ুতন্ত্রে সংক্রামিত সমস্ত সৃতির অসুস্থতা সত্ত্বেও,
স্বর্নালি তৃষ্ণার্ত ঠোঁটেও এক আসমান আসক্তি,
ধুসর গোধূলী রঙের শরীরের ওমটুকুতেও,
সবচেয়ে বেশি আসক্তি তাঁর নিশ্পাপ চোখ জোড়ায়
এলেমেলো চুলগুলো আলতো পেচানো,
তবুও মেঘ কেশ, চাতকিনীর
অমর কারুকার্য শোভিত কেশ।
আচ্ছাহ, এই জগতে মানুষে মানুষে,
মুলুকে মুলুকে এত অসুস্থতা কেনো?
ধ্বংসের তীব্রতা মানুষের ক্ষতের প্রখরতা,
মাধুর্য মর্যাদা ব্যাথায় কাতরানোর।
কাকেদের সমাবেশে আমি অনিয়মিত সদস্য,
অনিয়মিত কেনো জানেন?
তাঁরা মুক্তির মিছিল করে, আর আমি স্বপ্নের,
তাদের নিকট মৃত্যুই মুক্তি,
আমার নিকট স্বপ্নই' সুন্দর সাবলীল চুক্তি।
রণক্ষেত্রের সমস্ত বিষাদ বীলিন হয়ে যায়,
কেবল স্বপ্নের রংমহলেই।
স্বপ্ন' মানুষকে বেঁচে থাকতে অনুপ্রেরণা দেয়,
কিছু স্বপ্ন আত্মা বাঁচায়,
মানুষ যারে সত্য ভালোবাসে কেবল,
তাঁর অস্তিত্ব টুকুই স্বপ্নের উপকরণ হয়।
সেথায় মানুষ একসাথে নীড় গড়ে,
পরস্পরের ওম টুকু নিয়ে সংসার গড়ে।
এক তরফা ভালোবাসায় যারা যুক্ত,
কেবল তারাই স্বপ্নের মাধুর্য মর্যাদা বুঝে।
এই ধরেন, আমি
আমার পছন্দের রমণীর খোঁজ স্বপ্নে পাই,
সমস্ত উপকরণ সংগঠিত হয়, প্রেম হয়।
কিছু মানুষ অপেক্ষা করে প্রহর গুনে,
স্বপ্নের আগমনে কত্ত উপকরণ
সঞ্চয় হয় আত্মায়, সৃতি হয় মগজে।