তব সহজ সরল কারুকাজে খচিত প্রেম আত্মা,
যার নাম সুধাময়ী প্রজাপতি" আলোর তৈরি তরী,
গতিতে দুর্বার প্রতিরোধ, চেনা জীবন পথে সে তরী।

সদা অটুট ভয়ে সে সাহসিকতার নির্ভীক দেবী,
গড়ন চলন চেহারা বরণ সুশৃঙ্খলভাবে সাজিয়া,
চলে তার রণতরী নিয়ে,
যে পথে যায় দেয় পথ ভরিয়া।

লোকে তারে মান্য করে লোকে তারে বরণ করে,
সে অচিরেই সব অশুভ আত্মা হরণ করে।
সে রাগিলে রাগে বিষাদ, শুন্য সব স্বাদ-
তার ক্রোধে ভয়ে তটস্থ মেদীনি,
হিমালয় অভিযান রদ।

এ জগতে বিরাজমান বাস্তবতার ভিত্তি দেবি সাদিয়া,
পথের আগাছাদের পদাঘাতে দলিয়া,
চলে নির্ভীক দেবী সাদিয়া।

সংক্ষিপ্ত