আমরা মুক্তি চিনি, তাঁরা করেছে স্বাধিন,
মিছিলে রক্ত ঝরাবো, আমরা নই পরাধিন।
আমরা রক্ত চাইনি, তাই জীবন দিয়েছি,
লাখো জওয়ানের সাহস হয়েছি।
আমরা অস্ত্র চাই না, আমরা কলম চিনি,
বুক পেতে দিয়েছি দেশ হয়েছে ঋণী।
মোরা প্রলয় মোরা আগ্নেয়গিরি,
মোরা ছাত্র সিংহ, তাই গর্জনে প্রলয় গড়ি।
আমরা দাপটে অস্থির আমরা শাসন মানি না,
দেশের বুকে এরা কারা? মোরা দোসর চিনি না"।
আমরা লড়াই করি আমরা যুদ্ধ গড়ি'
অধিকার পেতে মোরা শত্রু পুড়ি'।
৫২ নয় এটা ২৪ '
মোরা আগুন চিনি, মোরা তোদের চিনি,
আসুক শত্রু মোরা সাজবো খুনি।
রাইফেল খুঁজি, না গ্রেনেড খুঁজি
মোরা লাল সবুজের পতাকা খুঁজি,
এই' লড়াইয়ে মোরা রক্তটুকু করেছি পুঁজি,
জয় হবেই, মোরা মুক্তি বুঝি' মোরা লড়াই বুঝি।
সংক্ষিপ্ত...