বদলে গেছে ১অংশের ভালোবাসা"
মনে পড়ে যায় পুরনো দিনের কথা,
কত রঙিন ছিলো সে সময় সে সৃতিসব,
এখনো রঙিন তবে, বারুদ এর উপস্থিতিতে
জ্বলছে ১ অংশের আত্মা, নাম পোড়া ভালোবাসা।
তোমার চোখে তাকিয়ে আমি দেখেছি,
আমার সর্বনাশ" বলেছিলাম মৃদুস্বরে,
রোমাঞ্চকর মুহূর্তে!
তোমার হাতে রাখা ছিল আমার হাত!
পরিশেষে ১ অংশের উপস্থিতিতে,
আজ পরস্পরের মস্তিষ্কে বারুদ,
সর্বনাশ সেই ১অংশে একে,
সাজানো আত্মার বাধন,
শেষমেষ পুড়িয়ে ফেললাম।
আসলে আমি এমটিআইটি অনুভূতি শুন্য,
কম ভালোবাসিনি তোমায় আমি!
তুমি ছিলে আমার সম্মোহনী রানী মহামান্য।
আত্মার ক্যানভাসে, ভালোবাসার তুলিতে,
বিষাদে তোমায় এঁকেছি, রঙে এঁকেছি,
সব রঙ আজ ঝরে রক্ত হয়ে, ১অংশ
সাহায্য করিল তব আমায় ভুলিতে💔
জানো তোমার ভালোবাসা চিরকাল অল্প ছিল,
আমার মত অঢেল ভালবাসলে হয়ত
১ অংশ তোমায় আমার থেকে আলাদা করতে
পারত নাহ, অঢেল পরিকল্পনা তোমায়
আটকানোর সব আঁকিলাম, তোমায়
ফেরাতে না পারিলাম আমি ছুতে না পারিলাম
নিয়তি নির্মম সত্য জানো, সুখ পাবে বটে,
সবশেষে ফিরিবে নিয়তির নির্মমতার ঘাটে।
অভিশাপে তোমায় আঁকবো নাহ,
আত্মায় তীব্র যন্ত্রণা রটে।
সত্য ভালোবাসার অপেক্ষায়,
বসিয়া থাকিলাম, সেই সুখ নদীর ঘাটে।
ফিরে আসলে পাবে!
ভুল মাফ করা যায়,
অপরাধ কি তব মাফ করা যাবে?