ছেলে আমার বড় হবে,
কেই বা জানত আবার,
স্বাধিনতার মিছিল হবে,
একটাই যক্ষের ধন আমার,
খোকা অসুস্থ হলে,
মাঝরাতে আজও
মা' বলে ডেকে উঠে'
বাবা'র সাথে বাইকে করে,
বুক ফুলিয়ে পাড়া ঘুরে বেড়ায়,
স্বপ্ন ছিলো বড় সরকারী চাকরীর,
বেতনের টাকায় আমায় শাড়ী কিনে দিবে,
খোকা যে আমার খুব সরল মনের ছিলো,
ভাবিনি এত জলদি মাটির বুকে,
খোকার একান্ত একটা ঘর হবে,
বাবার রক্তে আগুন, মায়ের নেত্রপল্লবে,
সরল অভিশাপ আর কান্নার পাণি,
এর পরিণাম যে ভয়াবহ হবে।
এ বাংলা আমার জন্মেছি এই বাংলায়,
আমার বাংলায় কেন দামাল যুবকের
রক্ত সেচ' পরিচালিত হবে?
নির্মম কোমলমতী বোনের শারীরে ক্ষত হবে?
এ বাংলা আমার, কেন মুশলধারে
বই হাতে নেয়া যুবকের বুকে গুলি বর্ষণ হবে?
খেলনা হাতে শিশু,পথচারীর মৃত্যু হবে?
কেন কেন কেন?
যুগে যুগে এসেছে শত
বীর উন্নত মমশীর,
দশানন দমন করতে হবে,
খুনিদের বিচার করতে হবে।
হাতে তুলি নিতে হবে তীরধনুক।
এগিয়ে এসো লুকিয়ে থাকা নুরুলদীন,
জাগো বাহে কোনঠে সবায়??
সংক্ষিপ্ত