প্রকৃতিতে কোমল উত্তরী আদ্র হাওয়া
হঠাৎ যেন অনুভূতিতে হারিয়ে যাওয়া
কুয়াশায় নিশ্চুপ কত অপেক্ষার প্রহর
সময়গুলো ছিল কি আদৌ কঠোর?
তাকিয়ে থেকে তাহার কত ছবি আঁকা
অপেক্ষার প্রহর শেষে হয় কি দেখা?
নিঃশব্দে জেগে থাকা শীতের কুয়াশা
আলোয় উচ্ছ্বাসিত কত রহস্যময় ভাষা
আদৌ কি আমন্ত্রণ আসবে উত্তরী হওয়ায়
নাকি শুধুই হারিয়ে যাওয়া স্মৃতির ভেলায়?
সে ও শীত যেন দুটি মেঘে বাঁধা কবিতা
ধুলোয় মুছে যাবে না মনে আঁকা ছবিটা