হাতলে ছিল আমার হাত
আমার বুকে তোমার মাথা
ক্লান্ত তুমি,
ছন্নছাড়া!

দিয়েছিলে দায়,
ছায়া হারাবার!
দেখিয়েছিলে জোৎস্না রাত,
আমার মনে অমাবস্যা।

চেয়েছি অসীম পথ,
সসীমেই সীমাবদ্ধ!
গল্প ছিল কত বাকি?
এখানেই সমাপ্তি!

স্মৃতির প্রাচীর—
পথ কই?