বাতাসে বসন্তের ঘ্রাণ!
অবিচল চিন্তাধারা,উড়ছে তাহার স্নিগ্ধ চুল
কবিতা গুলো যাচ্ছে ভেসে
শুধুই তাহার অনুপস্থিতি!
কৃষ্ণচূড়া ফুটে গেছে—
সুর গুলো হাওয়ায় ভাসে!
প্রতিফলিত তাহার প্রতিচ্ছবি
ধুলোয় মুছে গেছে তাহার ছবি!
বকুল কাঁদে,পলাশ জ্বলে—
ভুলের মত মধুর ছলে!
হাত বাড়ালেই দূরে সরে
চোখের পাতায় স্বপ্ন বুনে!