বর্ষায় নীল আকাশ হলো মেঘলা
মাঠে দাঁড়িয়ে কি আমি একলা?
মেঘের হুঙ্কারে গড়ছে বৃষ্টি
হচ্ছে কি  নতুন কিছুর সৃষ্টি?

মেঘ হয়ে কাহার আগমন?
জলের মাঝে তাহার প্রতিফলন!
দিবে কি  তবে মেঘ হয়ে ছায়া?
তাহার চোখে আহা যে কি মায়া!

ছড়াচ্ছে কি প্রকৃতি তাহার সৌন্দর্য?
অবাক হয়ে তাহার সৃষ্টির কারুকার্য!
বৃষ্টি শেষে আকাশ চকচকে রুপালি ?
তাহার মাঝে বর্ষা বিকেলের সূর্যের গোধূলি!

বৃষ্টির ফোটা হয়ে কি গায়ে এসে মিশবে?
নাকি পাতার ভাঁজে স্বপ্ন গুলো লুকিয়ে হারবে!