ঐ শীতের আর্দ্র হাওয়া
ভোরে কোকিলের গান গাওয়া
বাতাসে নতুন পিঠার ঘ্রাণ
কুয়াশা মাখা সব সতেজ প্রাণ

সুমধুর বয়ে যাওয়া কিছু সুর
ব্যস্ত মাঠে কৃষকের পড়ে যায় হুড়
শীতল মাঠে তরুণদের হইচই
হেমন্ত হারিয়ে গেলো কই

সোনালী ফসলের মাঠ খালি
পুকুর পাড়ের চকচকে কাদা বালি
কত মজার খেলা ঘিরে
সবাই শৈশব পায় ফিরে

হটাৎ সন্ধ্যা নেমে গেলে
সবাই নাড়ার আগুন জ্বেলে
এক গোল বৈঠক এ বসে
দেহ উত্তাপ হয় শেষে

ছড়িয়ে পড়ে চন্দ্রমল্লিকার ঘ্রাণ
শীতে আনন্দ হারা সব প্রাণ
হটাৎ থরথরে মাঘ শেষে
শীত কাটে আনন্দে হেসে