মেঘের কোলে জমে থাকা কত স্বপ্ন
বৃষ্টি হয়ে নামে ধরণীর উষ্ণ কোলে
ঝরছে বৃষ্টি দুলছে পাতা—নাচছে আপন মনে
গাছের পাতা বৃষ্টি ফোঁটা দিচ্ছে ভিজিয়ে
প্রকৃতি তো মাখছে তাকে কত ছন্দ সাজিয়ে
বৃষ্টির মাঝে সেই সুরগুলো  কত ছন্দময়
ঝরছে কত মনের  ফুলগুলো অবিরাম এই সময়
বৃষ্টি ফোঁটায় চাঁদ মিশে যায়,হারিয়ে এই সুরে
শিশির ফোঁটায় কষ্ট ভেসে যায় কত সঙ্গোপনে
মেঘলা আকাশ ঝরছে ফোঁটা বৃষ্টি হয়ে মাঠে
পথের ধারে ভিজছে পা বৃষ্টির স্রোত বয়ে
বৃষ্টি তো আজ মন কে ভেজায় প্রকৃতির সাথে মিশে
আমি হারাই বৃষ্টি ফোঁটার ছন্দে একলা মনে হেসে
পুকুর গুলো সব ভরে গেলো টলোমলো জ্বলে
মেঘলা আকাশ রূপালী হলো বৃষ্টি হয়ে শেষে