সব কিছু পেলে আমি ধরণীরের বুকেতে
হতাশ হয়ে আছড়ে পড়তাম এক দুঃখতে
সব কিছু পেলে আমি জিততাম কেমনে
সংগ্রাম হিনা কি বাঁচা যায়  মিথ্যা স্বপনে
সব কিছু পেলে আমি কষ্ট পেতাম নাতো
কষ্ট হিনা বুঝা যায় না সুখের মজা কতো
সব কিছু পেলে আমি ডুবে যেতাম আনন্দে
বেদনা হিনা আনন্দ হারাইতো সব ছন্দে
সব কিছু পেলে আমি চিনতাম নাকো রতন
কদর করতাম কেমনে তবে না করে এর যতন
সব কিছু পেলে আমি বুঝতাম না কী জীবন
জীবনের মানে না জেনে কি করা যায় যাপন
সব কিছু পেলে আমি কেমনে হতাম অসাধারণ
করতাম তবে কেমনে আমার সুপ্ত প্রতিবার ধারণ