সময়ের হাতে আমার অনুভূতি,
বিলম্বে আসে তাহার অবলোকন!
ভালোবাসা কি তবে বিলম্ব করে?
নাকি বিলম্বেই ভালোবাসা?

ভুলের মাঝেই কি জীবন?
ভুলগুলো সব ফুল হোক!
অন্তরে তাহার প্রতিচ্ছবি—
দুশ্চিন্তার অবসান!

যেতে চাই না শেষ প্রান্তে,
যেখানে এসে তুমি হারাবে
আমার কবিতায়—তোমার অনুভূতি,
ক্ষণিকের সমাপ্তি অসীমে।

তোমার কি পড়ে মনে?
অনুভূতির সৃষ্টি কোথায়?
মনের বিবর্তন হয়,
অনুভূতির হয় নাতো!

এ অনুভূতির বিলুপ্তি অসীমে,
যেখানে আকাশ হারিয়ে যায়।
অনিশ্চিত অনুপস্থিতিতে তুমি—
রবে নীরবে, নিভৃতে, যত্নে।